'আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও অবাধ নির্বাচন'
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও অবাধ নির্বাচন। লন্ডন সফরে বুধবার (১১ জুন) চ্যাথাম হাউসের সংলাপে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, 'অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যই নির্বাচিত সরকারের অংশ হতে চান না। পালাবদলের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।' তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ তাদের কার্যকলাপের জন্য একবারও ক্ষমা চায়নি। দেশের মানুষের নিরাপত্তার জন্যই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।'