পাহাড়ে ছড়িয়েছে বিজুর রঙ
চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছড়িয়ে পড়েছে বিজু উৎসবের রঙ। বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষ বরণকে ঘিরে পাহাড়িরা ১৫ দিনব্যাপী উৎসব করে থাকে। ১২ এপ্রিল কাপ্তাই হ্রদে ভাসানো হবে ফুল। মূল উৎসব হয় ৩০ চৈত্র। এরপরই ঘরে ঘরে পাজন, বিভিন্ন উপাদেয় খাবার, মিষ্টান্ন, পিঠাপুলি ও ফল আপ্যায়ন দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। পাহাড়িদের সাথে আনন্দ ভাগাভাগি করতে সমতল থেকে আসা মানুষও যোগ দেন এ উৎসবে।