জাতীয় অর্থনৈতিক পরিষদ

ত্রিশ হাজার কোটি কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। মূল এডিপির তুলনায় এতে প্রায় ১৩ শতাংশ ছাঁটাই করা হয়েছে। ফলে ৩০ হাজার কোটি টাকা কমে বর্তমান বরাদ্দ দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকায়।

‘সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে’
উপদেষ্টা পরিষদের বিবৃতি
দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে উপদেষ্টা পরিষদ।