জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল। আজ (সোমবার, ২০ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শুরু হয় প্রতিবাদ সমাবেশ।