ড্রোন শোয়ে আন্দোলনের চিত্র, সম্মান জানানো হলো জুলাই যোদ্ধাসহ সর্বস্তরের নারীদের
জুলাইয়ের গল্পগাঁথা, আর তার পেছনের ১৫ বছরের গুম, খুন, রাতের ভোট কিংবা অর্থপাচার। হঠাৎই দৃশ্যমান হলো রাতের আঁধার ফুড়ে। মনোমুগ্ধকর ড্রোন শোয়ে তুলে ধরা হলো বাংলাদেশের পুনর্জাগরণের ভিত্তি জুলাইয়ের খণ্ডচিত্র। জুলাই উইমেন ডে' উপলক্ষে ছিল আরও নানা আয়োজন। সম্মান জানানো হলো জুলাই যোদ্ধাসহ সর্বস্তরের নারীদের।