জেলা স্বাস্থ্য বিভাগ
টাঙ্গাইলে ৫০ উপস্বাস্থ্য কেন্দ্রের নেই অস্তিত্ব, সেবাবঞ্চিত লাখো মানুষ

টাঙ্গাইলে ৫০ উপস্বাস্থ্য কেন্দ্রের নেই অস্তিত্ব, সেবাবঞ্চিত লাখো মানুষ

টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৯৯টি উপস্বাস্থ্য কেন্দ্র। এর মধ্যে ৫০টিরই নেই কোনো অস্তিত্ব। কাগজকলমে উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও বাস্তবে তা না থাকায় প্রান্তিক পর্যায়ের কয়েক লাখ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, কেন্দ্রে যে স্থাপনা আছে, সেগুলোও জরাজীর্ণ। ফলে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। আর জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ভবন নির্মাণ ও চিকিৎসক বরাদ্দ পেলে কাজ শুরু করবে।

দুই লাখ মানুষের চিকিৎসায় ডাক্তার মাত্র ৪ জন

দুই লাখ মানুষের চিকিৎসায় ডাক্তার মাত্র ৪ জন

দেশের দক্ষিণের পর্যটন সম্ভাবনাময় উপজেলা তালতলীতে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। অন্যত্র চিকিৎসা সেবা নিতে গিয়ে রোগীর ব্যয় বাড়ার পাশাপাশি পড়ছেন ভোগান্তিতে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের।