সন্ত্রাসীদের ‘টর্চার সেলে’ থানা থেকে লুট হওয়া গুলি, গ্রেপ্তার ১১
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় গতকাল (সোমবার, ২১ জুলাই) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থানা থেকে লুট হওয়া গুলি ও গুলির খোসা রয়েছে বলে জানিয়েছে র্যাব-পুলিশ। গতকাল রাতে নগরের চান্দগাঁও বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার হয়।