বিএসইসির কমিশনারদের জিম্মি করে দাবি আদায়, বাজার সংশ্লিষ্টদের নিন্দা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানিয়েছে স্টক এক্সচেঞ্জসহ বাজার সংশ্লিষ্টরা। রোববার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সাথে বৈঠক করেন তারা। পুঁজিবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা জানায় ডিএসই, সিএসইসহ সাত সংস্থার প্রতিনিধি দল।