এক দশকে সৈয়দপুরে পোশাক রপ্তানি কমেছে ৫০ শতাংশ
ঝুট কাপড়ের দাম বাড়ায় বাজার হারানোর অভিযোগ
এক দশকে নীলফামারীর সৈয়দপুর থেকে পোশাক রপ্তানি কমেছে ৫০ শতাংশ। এবছর এখান থেকে প্রায় ২ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, এসব পোশাকের কাঁচামাল ঝুট কাপড়ের দাম বাড়ায় প্রতিযোগিতায় ভারতের কাছে বাজার হারাচ্ছেন তারা। গার্মেন্টস পল্লি তৈরি করে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে ভারত ছাড়াও অন্যদেশে রপ্তানি করা সম্ভব।