সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ
নেত্রকোণার দুর্গাপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।