দোয়া কুনুতের উচ্চারণ, অর্থ ও ফজিলত
দোয়া কুনুত ইসলামের একটি গুরুত্বপূর্ণ দোয়া। দোয়ার মধ্যে অন্যতম একটি আমল হলো দোয়া কুনুত। মূলত মহান আল্লাহর কাছে সাহায্য, ক্ষমা, হেদায়েত এবং নিরাপত্তা প্রার্থনার অন্যতম একটি মাধ্যম এ দোয়া। দোয়া কুনুতের বাংলা উচ্চারণ, অর্থ, ফজিলত ও পড়ার নিয়ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।