দ্রোহ ও প্রেমের কবি নজরুল আজও জীবন্ত
বাংলা সাহিত্যে ‘যুগস্রষ্টা’ কবি নজরুল। তার ঘটনাবহুল নাটকীয় জীবন। ২২ বছরের সংক্ষিপ্ত সৃজনশীলতারকালে সাহিত্য ও সংগীতে কবি যা দিয়েছেন তা বাঙালির আত্মপরিচয়, জাতীয় চেতনা ও গৌরবময় অমূল্য সম্পদ। প্রেম ও দ্রোহের কবি হয়ে তিনি বাংলা ভাষাভাষীদের হৃদয়ে এখনও বেঁচে আছেন। ‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল' প্রতিপাদ্যে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী।