ভেনিজুয়েলায় প্রবীণদের নিঃসঙ্গতার সঙ্গী ‘টোবিয়াস ক্লাব’
নিঃসঙ্গতার সঙ্গী নাচ, গান, হাসি। একাকীত্ব কাটাতে প্রবীণদের এ সুযোগ মিলছে ভেনিজুয়েলার একটি শপিং মলে। যেখানে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। নিঃসঙ্গতা যেন এ প্রবীণদের উপায় করে দিয়েছে জগতের সব কিছুর মাঝে একটু আনন্দ, সুখ ও প্রেম খোঁজার। বার্ধক্য প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলেও এ বয়সেই এসব প্রবীণরা উপভোগ করছেন জীবনের সোনালী সময়।