সরকার ১১টির বেশি কমিশন গড়লেও শিক্ষায় হাত দেয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান সরকার ১১টির বেশি কমিশন কমিটি গড়েছে। কিন্তু ছাত্র-যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা বৈষম্যবিরোধী এই সরকার শিক্ষায় হাত দিতে পারেনি। এটা তো আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয়। আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) সকালে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।