‘ইকিগাই’ জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য!
জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের কথা প্রায় সবারই জানা। এর পেছনের অন্যতম রহস্যের নাম ইকিগাই, যা থেকেই শতবর্ষ আয়ু পেয়ে থাকেন দেশটির বহু বাসিন্দা। কিন্তু কী এই ইকিগাই এবং লম্বা সময় বাঁচতে এটি কীভাবেই বা কাজ করে, সে আলোচনা-ই থাকছে এ প্রতিবেদনে।