
মিরপুরের ধীর পিচে ব্যর্থতা—অজুহাত, নাকি পরিকল্পনায় ঘাটতি?
দেশের ক্রিকেটে পুরনো অভিযোগের নাম ‘পিচ’। মিরপুরের ধীরগতির উইকেট বাংলাদেশকে থিতু হতে দিচ্ছে না বৈশ্বিক আসরে। ক্রিকেটের জগতে এ এক পুরাতন অভিযোগ। তবে একই কন্ডিশনে থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা সাফল্য উপহার দিচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। পিচ কি তবে শুধুই অজুহাত, নাকি এর পেছনে রয়েছে ক্রিকেট কর্তাদের সদিচ্ছার অভাব? এখন টিভির সঙ্গে কথা বলার সময় বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজানের কণ্ঠে এমন আক্ষেপ ফুটে ওঠে। সমস্যার অজুহাত না দিয়ে সমাধান খুঁজে বের করার পথেই হাঁটার পক্ষে তিনি।

বৈশ্বিক মান বিচারে ঠিক কতটা পিছিয়ে শের-ই বাংলার উইকেট?
অপবাদ আর দুর্নামকে সঙ্গী করেই চলছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ধীরগতি, লো-স্কোরিং পিচ হিসেবে মিরপুরের নামটা পুরো ক্রিকেট দুনিয়ারই জানা। সবশেষ পাকিস্তান সিরিজেও অভিযোগ ছিল ধীরগতির এ উইকেট নিয়ে। কিন্তু, সত্যিকার অর্থে বৈশ্বিক মান বিচারে ঠিক কতটা পিছিয়ে শের-ই বাংলার উইকেট?