আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেটে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে এক টাকায় পূজার বাজার আয়োজিত হয়েছে। সিলেটের বালুচরে ওঁরাও সম্প্রদায়ের জন্য এই এক টাকায় পূজার বাজার আয়োজন করা হয়।