পেঁয়াজে দাম পড়ে যাওয়ায় লোকসানে ফরিদপুরের চাষিরা
দেশের পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুরের চাষিরা বর্তমান পেঁয়াজের দরে লোকসানের মুখে পড়েছে। ফরিদপুরের বড় বড় বাজার গুলোতে পেঁয়াজের দর ১৫০০ থেকে সর্বোচ্চ ১৭০০ টাকা বিক্রি হচ্ছে। চাষিদের দাবি ২০০০ থেকে ২২০০ টাকা বিক্রি করতে পারলে তাদের লোকসানে পড়তে হতো না। আজ (রোববার, ২২ জুন) সকালে ফরিদপুরের সালথা উপজেলা ঠেনঠেনিয়া পেঁয়াজ বাজারে গিয়ে দেখা যায় প্রকারভেদে এই বাজারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে সর্বোচ্চ ১৭০০ টাকায় মণপ্রতি। বর্তমানে পেঁয়াজের দরের এমন দৃশ্য জেলা শহর ও আশপাশের বাজারগুলোতে।