এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়েই আবাহনীর অধ্যায় শুরু করতে যাচ্ছেন দিয়াবাতে
আবাহনীর হয়ে প্রথমবারের অনুশীলনে নামেন সুলেমান দিয়াবাতে। মোহামেডানকে প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপা জয়ের স্বাদ দেয়া এ স্ট্রাইকার এখানেও দিতে চান নিজের সেরাটা। এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়ে আবাহনীর অধ্যায় শুরু করতে যাচ্ছেন দিয়াবাতে। প্রতিপক্ষ শক্তিশালী কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড হলেও জয়ের দিকেই চোখ রাখছেন তিনি।