পোল ভল্টে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস
পোল ভল্টে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সুইডেনের আরমান্ড মোন্ডো ডুপ্লান্টিস। বুদাপেস্টে চলমান হাঙ্গেরিয়ান গ্র্যা প্রিঁতে তিনি এ বছর তৃতীয় বারের মত বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে ডুপ্লান্টিস ৩৩ বার প্রথম স্থান অধিকার করলেন।