কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে নিজ বিভাগে ন্যস্ত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৫ এপ্রিল) রাতে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।