ভূমিকম্পের পর গ্রিসের সান্তোরিনিতে পৌঁছালো প্রথম প্রমোদতরী
কয়েকশ' ভূমিকম্পের জেরে মাসব্যাপী পর্যটন বন্ধ থাকার পর গ্রিসের সান্তোরিনিতে পৌঁছালো প্রথম প্রমোদতরী। রোববার (২২ মার্চ) এজিয়ান সাগর তীরবর্তী দ্বীপটিতে পৌঁছান প্রায় ১২০০ পর্যটক, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক।