নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্বে সুজন; জানালেন দল নিয়ে পরিকল্পনার কথা
খুলনা-ঢাকার পার্ট চুকিয়ে এবার আসন্ন বিপিএলে (BPL) নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের (Noakhali Express) হেড কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএল ইতিহাসে প্রথমবার নাম লেখানো দল নিয়ে পরিকল্পনার পাশাপাশি বিপিএল নিলামের বাস্তবতা, প্রাইজমানি ও প্লেয়ার ড্রাফট নিয়ে কথা বলেছেন তিনি। আর পুরো জার্নিতে ইংল্যান্ডের বার্মি-আর্মি সমর্থকদের মতো সমর্থকদের পাশে চান সুজন (Khaled Mahmud Sujon)।