হাতেবোনা স্যান্ডেল লাখে বিক্রি; প্রাডার বিরুদ্ধে নকশা চুরির অভিযোগ
মাত্র কয়েকশ' রুপির হাতেবোনা চামড়ার স্যান্ডেল লাখ টাকায় বিক্রি করেছে প্রাডা। এমন খবরে ভারতজুড়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঐতিহ্যবাহী নকশা চুরির অভিযোগও ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে পরে বিবৃতি দিতে বাধ্য হয় প্রাডা।