
ফ্ল্যাট বা প্লট কিনবেন? ৪ কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে যেসব ব্যাংক
নিজের একটি মাথা গোঁজার ঠাঁই বা স্বপ্নের বাড়ি নির্মাণ এখন আরও সহজ হতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) নতুন নীতিমালা অনুযায়ী, এখন ব্যাংকগুলো গ্রাহকদের আবাসন ঋণ (Home Loan) হিসেবে ৪ কোটি টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ পাচ্ছে। মূলত আবাসন খাতকে চাঙা করতে এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন পূরণ নিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকায় অ্যাপার্টমেন্টের দাম স্থিতিশীল; এলাকাভেদে ফ্ল্যাটের দাম কোথায় কেমন?
নির্মাণসামগ্রীর দামের ওঠানামা সত্ত্বেও রাজধানী ঢাকায় অ্যাপার্টমেন্টের বাজার (Apartment Market in Dhaka) বর্তমানে একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি এবং বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, এলাকা, নাগরিক সুবিধা ও নির্মাণ মানের ওপর ভিত্তি করে ফ্ল্যাটের দামে এখন স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে। তবে উচ্চ সুদহার ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে ফ্ল্যাট বিক্রির গতি কিছুটা ধীর হলেও ভালো লোকেশনের প্রজেক্টগুলোতে ক্রেতাদের আগ্রহ কমেনি।

মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ফ্ল্যাটের দাম
রাজধানীতে জমানো টাকায় পরিকল্পনার বাজেটে আর মিলছে না ফ্ল্যাট। এজন্য নির্মাণসামগ্রীর চড়া দামকেই কারণ হিসেবে বলছেন খাত সংশ্লিষ্টরা।