বজ্রপাতে

নেত্রকোণায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, নেই পর্যাপ্ত আশ্রয়স্থল
নেত্রকোণায় বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। এর মধ্যে হাওর অঞ্চলেই মৃত্যুর পরিমাণ সবচেয়ে বেশি। বজ্রপাত প্রতিরোধে আশ্রয়স্থল কিংবা লাইটনিং অ্যারেস্টার না থাকায় গত সাত বছরে এ জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে প্রায় ৬২ জনের। স্থানীয়রা বলছেন প্রকল্প উদ্বোধন হলেও চার বছরেও হয়নি বাস্তবায়ন ফলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। তবে প্রশাসনের দাবি বজ্রপাত প্রতিরোধে কাজ করছেন তারা।

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১২ মে) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।