বাণিজ্য মেলায় মিলছে না আশানুরূপ রপ্তানি সাফল্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিলছে না আশানুরূপ রপ্তানি সাফল্য। এবার আসবাবপত্রকে 'বর্ষপণ্য' ঘোষণা করা হলেও মেলার শেষ পথে বিশ্ববাজারের এর খুব একটা সাড়া মেলেনি। এবারের মেলায় বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য শীর্ষে থাকা দেশগুলোর আগ্রহও কম। অর্থনীতিবিদরা মনে করেন, অর্থনৈতিক অস্থিরতায় সরকার ভ্যাট কমাতে পারছে না। ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার কাজ করলে এই সংকট কমতে পারে বলে ধারণা তাদের।