প্রকাশ পেয়েছে শেখ সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ী’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রচেষ্টায় যারা আলোচিত হয়েছেন, তাদের মধ্যে শেখ সোলায়মান অন্যতম। শুরুতে বাঁশিওয়ালা হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার বাঁশির সুরে ভক্ত হয়ে যায় দেশ-বিদেশের অনেক শ্রোতা। গ্রামের নদীর ধারে বা ধুধু মাঠের প্রান্তে বসে শেখ সোলায়মান বাঁশি বাজাতো, গাইতো গলা ছেড়ে মাটির গান। সেই গানে বুঁদ হয়ে যায় অনেক মানুষ।