ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট আফঈদারা
শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করেও সন্তুষ্ট বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিন দেশের প্রীতি ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার (১ জুন) জর্ডানের আম্মানে কিংস আবদুল্লাহ স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেন বাংলাদেশের নারীরা।