পাইপলাইনে জ্বালানি সরবরাহ: অপচয় রোধের পাশাপাশি বছরে সাশ্রয় আড়াইশ’ কোটি টাকা
চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের চূড়ান্ত পরীক্ষা শেষ পর্যায়ে। সফল হলে জুলাইয়েই বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেল সরবরাহের নতুন যুগে প্রবেশ করবে প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরে সাশ্রয় হবে আড়াইশ’ কোটি টাকা।