তিন মাস সময় বাড়িয়েও সাগরে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয়নি আন্তর্জাতিক কোনো কোম্পানি
তিন মাস সময় বাড়িয়েও সাগরে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয়নি আন্তর্জাতিক তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানিগুলো। অনাগ্রহের বিষয়ে মতামত পেলে দরপত্রের মডেল সংস্কার করার কথা জানিয়েছে পেট্রোবাংলা। আর আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্টে সাগরের ভিন্ন ভিন্ন ব্লকে আলাদা পিএসসি মডেল তৈরির পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বলছেন, বাপেক্সের মাধ্যমেই ত্রিমাত্রিক জরিপ চালিয়ে মজুত গ্যাসের পরিমাণ জানা সম্ভব।