বরগুনায় তুচ্ছ ঘটনায় শিক্ষকের ওপর দুর্বৃত্তের হামলা
বরগুনায় তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তের নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জমি দখলে বাধা দেয়ায় গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে।