বার্ষিক মুনাফার পূর্বাভাস কমিয়েছে টয়োটা, শেয়ারদরে পতন
যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের প্রভাবের কারণে বার্ষিক নিট মুনাফার পূর্বাভাস কমিয়েছে জাপানি অটো জায়ান্ট টয়োটা। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) কোম্পানিটি তাদের পূর্বাভাসকৃত মুনাফা কমিয়ে ২.৬৬ ট্রিলিয়ন ইয়েন (১৮.০৬ বিলিয়ন মার্কিন ডলার) করার ঘোষণা দিয়েছে। টোকিও থেকে এএফপি এ সংবাদ জানায়।