ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের সঙ্গে আলোনসোর চুক্তি
রিয়াল মাদ্রিদের সাথে ৩ বছরের চুক্তি করেছেন বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো। ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন সেবাস পাররিলা ও ফিটনেস কোচ আলবার্তো এনসিনাস।