জাতীয় দলে সাবিনা অধ্যায় কী শেষ?
তৎপরতা নেই বাফুফেরও
জাতীয় দলের হয়ে ৩৪ গোল করা সাবেক অধিনায়ক সাবিনা খাতুনসহ ৯ বিদ্রোহী ফুটবলারকে বাদ দিয়েই জর্ডানে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল। কোচ পিটার বাটলার ভাষ্যানুযায়ী ইগো নয় বরং আগামীর ফুটবল দর্শন, শৃঙ্খলা ও ফিটনেস ইস্যুর কারণেই এমন সিদ্ধান্ত। সাবিনাদের ফেরাতে তেমন তৎপরতা নেই বাফুফেরও। অবশ্য বর্তমান স্কোয়াড নিয়েই তিন জাতি সিরিজে ভালো করতে চান অধিনায়ক আফঈদা খন্দকার।