উন্নত দেশের বাজেট কেমন হয়?
সাধারণত একটি নির্দিষ্ট অর্থবছরে সরকারের ব্যয় ও আয়ের হিসাব হচ্ছে বাজেট। কোন খাত থেকে কত আয় হবে এবং কোন খাতে কত ব্যয় হবে, তার বিস্তারিত বিবরণ থাকে বাজেটে। বিশ্বের বিভিন্ন দেশে সুনির্দিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় সংসদে খসড়া বাজেট পেশ করে। তার উপর আলোচনা-পর্যোলচনার পর বাজেট চূড়ান্ত হয়।