বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ ২৪ ডিসেম্বর; কোন ইউনিটের পরীক্ষা কবে?
গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন (GST Undergraduate Admission Application) প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল (বুধবার, ২৪ ডিসেম্বর)। যারা এখনো আবেদন করেননি, তারা আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। গত ১০ ডিসেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ নানা ভোগান্তি কমাতে চতুর্থবারের মতো দেশের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তিন ইউনিটে এ বছর ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে।