বিষাক্ত কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামবো: প্রাণিসম্পদ উপদেষ্টা
টাঙ্গাইলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নিরাপদ খাদ্য বিষয়ক সম্মেলন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কীটনাশকের প্রচারণা দেখে এটি ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কিভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই বিষাক্ত কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামবো।’ আজ (শনিবার, ২৮ জুন) বিকেলে টাঙ্গাইলে নিরাপদ খাদ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।