টানা ২ দিনের বর্ষণ শেষে বরিশালে বৃষ্টির তীব্রতা কমেছে
বরিশালে টানা ২ দিন ধরে ভারী বর্ষণের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সকাল থেকে নগরীতে কখনো রোদ কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।