নিউইয়র্ক সিটি মেয়র প্রাইমারির চূড়ান্ত ফলে জয়ী জোহরান মামদানি
সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বড় ব্যবধানে পরাজিত করে নিউইয়র্ক সিটির মেয়র পদের জন্য ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন জিতে নিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। সিটির বোর্ড অব ইলেকশনস মঙ্গলবার চূড়ান্ত র্যাংকড-চয়েস ভোটিং ফল প্রকাশ করে, যেখানে মামদানি ৫৬% এবং কুমো ৪৪% ভোট পেয়েছেন।