২১ মে থেকে আবারো চালু হচ্ছে নভোএয়ার, ছাড়ের ঘোষণা
আগামী ২১ মে থেকে আবারো অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। যাত্রীরা আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। নতুন এই খবরে টিকিটমূল্যে ১৫ শতাংশ ছাড়েরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।