রুশ গুপ্তচর খোঁজায় ব্যর্থ ‘এমআই সিক্স’
এক রুশ গুপ্তচর খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ‘এমআই সিক্স’র। দুই দশকের দীর্ঘ অভিযানেও হয়নি শেষ রক্ষা। ‘অপারেশন ওয়েডলক’ নামের ওই অভিযানের লক্ষ্যে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে ‘এমআই ফাইভ’র সদস্যরা। বিপুল অর্থ আর সময় ব্যয় করেও কোনো প্রমাণ যোগাড় করতে না পারায় অভিযানে টানতে হয় ব্যর্থ সমাপ্তি।