পার্বত্যের জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে জাতীয় সনদ তৈরির আহবান
পার্বত্য তিন জেলার জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে জাতীয় সনদ তৈরির আহবান জানিয়েছেন নাগরিক সমাজ। একইসঙ্গে পাহাড়ের জন্য পৃথক শিক্ষা কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ নিয়ে রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ‘নাগরিক সংলাপ’ থেকে এ আহবান জানান বক্তারা।