ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট জব্দ
ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টায় উপজেলা সদর বাজারের রাকিব স্টোরে অভিযান চালায় ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।