প্রশাসনের ‘খামখেয়ালিপনায়’ সামাজিক অপবাদের মুখে হবিগঞ্জের চার পরিবার
হবিগঞ্জে জুলাই আন্দোলনে সন্তান হারানো এক পরিবারসহ চারটি পরিবার পড়েছে গভীর শোক আর সামাজিক অপবাদের মুখে। তাদের পরিবারের সদস্যের মদ্যপানে মৃত্যু হয়েছে— এমন তথ্য প্রকাশ করে জেলা প্রশাসন। তবে ময়নাতদন্তের আগেই মদপানে মৃত্যুর বিষয়টি কীভাবে নিশ্চিত করলো প্রশাসন, এ নিয়ে উঠেছে প্রশ্ন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ময়নাতদন্ত ছাড়া মদপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিতের কোনো সুযোগ নেই।