মহাকাশে পেঁচা আকৃতির রিং গ্যালাক্সির আবিষ্কার
গবেষকরা সম্প্রতি মহাকাশে একটি বিরল আকৃতির জিনিস খুঁজে পেয়েছেন, যাকে তারা ‘কসমিক ওউল’ বা ‘মহাজাগতিক পেঁচা’ নাম দিয়েছেন। এটি দুইটি রিং গ্যালাক্সির সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, এবং এ গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে প্রায় ১১ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।