আতঙ্কের নতুন নাম গৃহকর্মী, দারোয়ান ও ড্রাইভার; বাড়ছে খুন-চুরিসহ বিভিন্ন অপরাধ
মা-মেয়েকে খুন করে লাপাত্তা গৃহকর্মী আয়শা আক্তার। শুধু নাম ছাড়া কিছুই জানে না আইনশৃঙ্খলা বাহিনী। ৪ দিন আগে কাজ যোগ দেয়া আয়শা মৌখিকভাবে যা বলেছে সবই প্রাথমিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। অথচ নতুন গৃহকর্মী নেয়ার আগে স্থানীয় থানায় সব তথ্য দেয়ার কথা ছিল পরিবারগুলোর। থানাগুলোতে কি আদৌ সে তথ্য আছে?