এক বছরে প্রায় দেড়শ কোটি টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ
২০২৪ সালে প্রায় দেড়শ’ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব মাদক ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। আজ(বুধবার, ১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। মাদক ও পণ্য সামগ্রী জব্দের ঘটনায় ৮৬ জনকে আটক করা হয়েছে।