বিদেশি কর্মী নিয়োগে কোটার অনুমোদন পুনরায় চালুর ঘোষণা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর
নতুন বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। তবে তা কেবল নির্দিষ্ট কয়েকটি খাত ও উপখাতের জন্যই প্রযোজ্য হবে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানান।