হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরানের পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইসরাইলের ইরানজুড়ে হামলার পর হরমুজ প্রণালী বন্ধের জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়ে। ইসরাইলের ১৩ জুনের ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তুতি হিসেবে সামুদ্রিক মাইন মোতায়েনের পরিকল্পনা করছে ইরান। মার্কিন দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, পদক্ষেপ বাস্তবায়ন করা হলে বিশ্বজুড়ে অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের।